খুব ভোরে শিউলি না ফোটে
যদি অবেলায় ঝরে পড়ে কৃষ্ণচূড়া
যদি মধুহীন হয়ে পড়ে ধরার যত ফুল
তবে কি বলবে না তাদের কামিনী, চাঁপা?
যদি অসময়ে মিটে যায় হিসেবের লেনদেন,
পথ গড়িয়ে যায় পাহাড়ের চূড়ায়,
যদি পানশে হয়ে ওঠে জীবন,
হেরে যায় খুব- খুব অবেলায়,
তবে কি বলবে না তাকে মানুষ জনম?
যদি আশা আশা করে হতাশারা ফিরে,
যদি স্বপ্ন ভাঙে রোজ তিলে তিলে,
যদি মরিচীকা হয়ে ওঠে ফেলে আসা দিন,
যদি আমিও হারায় মাঝপথেই,
তবে কি বলবে আমিও এক কাপুরুষ ছিলেম?
তবে তাই হোক,
সাঙ্গ হোক এই নাট্যমঞ্চ!
বিবেকও পালিয়েছে যাত্রাপালা মাঝে,
মিছেমিছি কেনই বা রইলেম দাঁড়িয়ে একা!
হই না এক জনমে বীর কাপুরুষ!