ভাস্বর সুহৃৎ তুমি চিনে নিও অতি সন্তর্পণে,
ললন্তিকা লয়ে কাছে ডেকে স্থান দিও পরাণে;
বান্ধিও বন্ধুরে তুমি আপন তিথিডোরে
সামলিয়ে রেখো তারে নিজ অন্তরে।
ভাবিয়া নির্জনে, নিও গো তারে চিনে
লক্ষ্মীবন্ত ভেবে রেখো তারে আপন মনে;
বাসনা ছাড়িয়া, লও তারে বুকেতে টানিয়া
সাজিয়ে রেখো বন্ধুরে, তুমি হৃদ পুষ্প দিয়া।
ভার যার নিতে পার, বুকে টান তারে
লক্ষ্য রেখে স্থির. তারে আন সংসারে;
বাধা যদি আসে পথে, লড়বে মিলিয়া দু’জনে
সামনের পথ পাড়ি দিও, একাত্মার বন্ধনে।
ভাগ্যবান হবে তুমি নিশ্চয়, যদি চিনতে পার তারে
লঙ্কাদাহনে পড়বে সুজন, যদি চিনতে তারে নাহি পারে
বাসর সাজায়ে যতন কর তার, ভালবেসো অহর্নিশ,
সাবকাশে হৃদেতে রেখে, সাথে থেকো সহস্র বরিষ।