হঠাৎ দেখা, হঠাৎ ছোঁয়া
হঠাৎ পাওয়া কিছু অনুভুতি,
নয় প্রেম, নয় ভালবাসা,
হয়ত ভাল লাগা কিছু স্মৃতি।
দেখিলেই যদি আবেগ জড়ায়,
নয়ন তারায় সহসা হারায়,
অনুরণিত হয় যদি হৃদপিঞ্জর
সেক্ষণে বুঝিবে কে আপন কে পর।
হয়ত অনেক মিষ্টি হাসি,
হরিণী আঁখি সাথে প্রিয় কথা,
গাঁথবে অন্তর মন্দিরের সোপান;
সে ঠোঁট, সে নয়ন, সে কন্ঠের
শুধু একটি হইবে মনের মত
যে গাহিবে তোমার গান।
কত কবি, কত গান,
কত ছবি, কত তান,
কত হুর, কত গল্প,
কত সুর, কত কল্প,
জন্মে মনের অজান্তে,
সবই কি লাগে সুমধুর?
পায় কি ঠাঁই হৃদ প্রান্তে?
যে জন জন্মে তোমার লাগি,
যে মন লইবে তোমারে ভাগি,
যে সুর সৃষ্ট শুধু তোমারি গানে
এই ধরায় সে ধাইবে তোমার পানে।
বাকি সব মিথ্যে, ক্ষণিকের অভিনয়,
ক্ষণিকের সুখ, ক্ষণিকের পরিচয়;
এব্রহ্মান্ড নিশ্চল হইবে প্রাণে,
সমূখে তোমার,সে দাঁড়াইবে যেক্ষণে।
আসিবে তোমার সুজন স্ব-সময়ে নিশ্চয়,
বাদ্য-ঢঙ্কা বাজিবে, সুলগ্নে হইবে পরিণয়।