যেদিন ভুল বুঝবে হারিয়ে যাবো সেদিন গহীন অরণ্যে,
কিংবা আরবের ধুধু মরুভূমির তপ্ত বালুচরে।
ভালো থেকো তুমি সেনোরিটা!
মন ছিল চোরাবালির আস্তরণে ঢাকা,
দূর হতে প্রেমীর বেদন বুঝবে কীভাবে তুমি?
তুমি ভালো থেকো জুলিয়েট!
এভাবেই একদিন ছলনায় হারিয়ে যাবো,
মিলিয়ে যাবো দূর নক্ষত্রের অন্তরালে।
শুধু শুকতারার মত আলগা বন্ধুত্ব পাতাবো চাঁদের সাথে,
তোমায় আড়াল হতে ক্ষণিক দেখবো বলে।
তুমি ভালো থেকো পার্বতী!
তুমি ছাদে যেদিন পূর্ণিমার চাঁদ দেখতে যাবে
সেদিন আমি জোছনা হয়ে ঝরে পড়বো।
আলিঙ্গন করবো তোমায় লোকচক্ষুর অন্তরালে,
আপন বাহুতে সাজাবো তোমায় মধুর বাসরে।
শুধু খানিক ভালো থেকো গো তুমি, হীর!
তবুও তুমি ভাববে আমি নষ্ট, আমি অলীক,
ক্ষতি নেই- এভাবেই একদিন হারাবো আমি।
একদিন আমি সত্যিই হারিয়ে যাবো, সেদিন তুমি বুঝবে,
হন্যে হয়ে কোটি মানুষের ভিড়ে শুধু একটি আমাকেই খুঁজবে।
তুমি ভালো থেকো প্রিয়া!
ভালো থেকো...