একটি উদাস বিকেল মন
রাত হলো কখন
জানা হয়নি আজও,
আমার বীনার তারে
বিরহ মন ভারে
কেন শুধুই তুমি বাজো?
একটি তুমি হওয়ার ক্ষণ
আমার উদযাপন
দেখেনি হয়তো কেউ,
নীল সমুদ্র তীরে
সবার অগোচরে
উঠেছিল বিষাদ সিন্দু ঢেউ!
তোমার প্রেমে যখন
করেছিলে আপন
বেঁধেছিলে বাহুডোরে,
প্রেম প্রেম সুখে
কেশর কোমল বুকে
নিয়েছিলেম নিজের করে।
সেই স্মৃতিমাখা ক্ষণ
আজ বিরহ যাপন
তুমি আজ কতোদূরে,
ফেলে আসা দিন
ছিলো কতো রঙিন
ফিরে দেখি বারবারে।