একি একি চারিধারে
জলে থৈ থৈ,
একপশলা জল গড়াতে
নগর গেল কই?
নগর এখন নদী হলো
নৌকা চলে দুলে,
অথই জলে এই নগরীর
পথ যে গেল তলে।
সিটি এখন রীতিমতো
জলে নাজেহাল,
মেয়র বলেন জল শুকাবে
আজ নয়তো কাল!
জল কমানোর ট্রেনিং আছে
বিদেশ থেকে জানো?
বিশেষজ্ঞ দল করেছি,
দেখোনি কখনো!
এক পলকে হবে গায়েব
আছে যত জল,
শুধু রাস্তার ওপর লেপ্টে রবে
ভেসে থাকা মল!
মলগুলোও সব সাফ করাবো
ট্রেনিং আছে যে!
মেয়র সাহেব হুংকার দিল
সুইপার আছো কে?
সনদ নিয়ে এসো তো কাল
অফিস ঘরে আমার,
ট্রেনিং লাগলে সিংগাপুরে
পাঠাতে হবে আবার।
এসব বলে পথের জলে
ভাসিয়ে চলে তরী,
কপাল ভালো এক পশলাতেই
রেহাই দিল বারি।