বাপ মায়েতে ঝগড়া করে
খোকন করে কান্না,
এবার তোমরা একটু থামো
তর্ক এখন আর না।
কে শুনে আর খোকার কথা
কে থামাবে কান্না,
বাপের সাথে আড়ি করে
ঘরে বন্ধ রান্না।
খিদের চোটে ইঁদুর দৌড়ে
পেটটা চিনচিন,
মান ভাঙাতে মায়ের কাছে
বাবা করছে মিনমিন।
মায়ের যে জেদটা ভীষণ
চুলো শিকোয় আজ,
না খেয়ে যে থাকতে হবে
সকাল থেকে সাঁজ।
বাবা বলছে আর হবে না
এমন চরম ভুল,
এই দেখনা কানটি ধরে
গুনছি ভুলের মাশুল।
খোকন দেখে হাসছে ফিকে
চোখটা ছলছল,
সুযোগ পেয়ে মা বকছে
বাবাকে অনর্গল।
খোকন গিয়ে দৌড়ে ওঠে
বসে মায়ের কোলে,
বলছে মাগো খিচুড়ি খাবো
রাঁধো চালে-ডালে।