আবার দেখা হবে,
কথা হবে পাশে বসে;
আবার কিছুটা সন্ধ্যা,
অথবা দুপুর-বিকেল
আবার আসবে দুজনের।
ঠিক একটি বছর পর।
মিটিমিটি হাসি,
কিছু না বলা কথা,
আঁড়চোখে তাকানোর
কিছুটা সময়-
আবার আসবে দুজনের।
ঠিক একটি বছর পর।
গল্প, কবিতা অথবা উপন্যাস
নিয়ে যাবে আমাদের-,
হাসিতে, বিষ্ময়ে
ঘোর লাগা সময়-
আবার আসবে দুজনের।
ঠিক একটি বছর পর।
তোমার মায়ায় মুগ্ধ হবো,
পথ চলতে গিয়ে-
ছুঁতেও চাইবো হয়তো;
তুমি বুঝেও নিরব রবে-
সেই সময়
আবার আসবে দুজনের।
ঠিক একটি বছর পর।
এক কাপ চা কিংবা কফি
অথবা নতুন কোনো অজুহাতে-
পাশে থাকবার বাসনায়
একটুখানি সাথে কাটানোর সময়
আবার আসবে দুজনের।
ঠিক একটি বছর পর।
ততদিন না হয় ভালো থেকো-
নীল অপরাজিতা।