- স্বপ্ন নিবে গো স্বপ্ন, হাজার রকম স্বপ্ন
- কে গো তুমি, পাগল হলে নাকি?
- তোরা আমায় পাগল বলিস?
দেখবি তোরা হাজার স্বপ্ন
আমার ঝোলাটা যদি খুলিস।
- একি বলে দেখ পাগল বুড়ো
মাথাটা কি আর স্বাদে ন্যাড়ো?
ঝোলায় আছে নাকি স্বপ্নের পাহাড়!
- সত্যি বলছি, হরেক ঢঙের স্বপ্ন আছে
দেখোনা একবার এসে আমার কাছে।
আমি যে এক স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্ন বেচেই যে আমার যায় বেলা,
নানান মাপের স্বপ্নের করি বিকিকিনি
স্বপ্ন আছে নানান বাহারি রঙের
সাদাকালো লাল নীল কিংবা আসমানী।
ঝোলায় আছে দুখের স্বপ্ন, সুখের স্বপ্ন
আছে কত হাসি আর কান্নার স্বপ্ন,
মন খারাপের স্বপ্নরাও থাকে মাঝেসাঝে
নববধূর চোখের রঙিন স্বপ্নও আছে
সে স্বপ্ন দেখে বধু, মুখ ঢাকে তার লাজে।
আমি স্বপ্ন বেচে মানুষের আশা বাঁচাই
আমি স্বপ্ন বেচে দুঃখ সুখের ছবি আঁকাই;
আমি স্বপ্ন বেচে সবাইকে বাঁচতে শেখাই
আমি স্বপ্ন বেচে সবার প্রেরণা যোগাই,
আর সেই স্বপ্নে সবাই নিজেকে খুঁজে পায়।
আমার বেচা স্বপ্নে শিশু ঘুমোয় মায়ের কোলে
আমার বেচা স্বপ্নেই দুখিনী মা আশার প্রদীপ জ্বালে,
আমার বেচা স্বপ্নে প্রবাসী অপেক্ষার দিন গুনে,
আমার বেচা স্বপ্নেই উদাসিনী মেটায় বুকের জ্বালা
আমি যে মানব স্বপ্নচারী, স্বপ্নের ফেরিওয়ালা ।