আমরা যারে ভাল বলি
সে কি আসলেই ভাল?
নাকি সেও এক মুখোশধারী
ভেতরটা কুচকুচে কালো?
যাদের আমরা স্বনামধন্য বলি
আসলেই কি তারা স্বনামধন্য?
নাকি তাদের রুপটাই মেকি
আদতে তারা অন্য?
আমরা যাদের জননেতা বলি
যাদের নামে কথায় কথায় দেই স্লোগান
আসলেই কি তারা ভাবে আমাদের কথা?
নাকি শুধু নিজেই পেটটা পুড়ে খান?
আরো আছে, আরো আছে
বুদ্ধিজীবী যাদের বলি
তাদের ক'জনকে আমরা চিনি?
আসলেই কি তারা বুদ্ধি বেচে
নাকি জানে শুধু তৈলমর্দনি?
জনগণের সেবক যারা
আমরা পাই কি তাদের সেবা?
নাকি সেবার নামে হটকারিতায়
তাদের চলছে জনসেবা?
সময় এসেছে আবার
সময় এসেছে গর্জে উঠার,
সময় এসেছে চিনতে অধিকার
সময় এসেছে প্রতিবাদ করবার।