সরল বাক্যের গদ্য-পদ্য
মিটায় না তাহাদের পিপাসা;
গরল-বক্র শব্দের চয়নে
উত্তর খোঁজে যত জিজ্ঞাসা।
সারল্যতায় সস্তা বোঝে
দুর্বোধ্যতায় বোঝে বিজ্ঞ,
সবজান্তার মিথ্যে বেশভূষায়
নিজেরে ফুটাইয়েছে বিশেষজ্ঞ।
দন্তশূলের মূল উৎপাটন
করিলে মিলিবে কাঠিন্য-গরল,
শ্রুতিমধুর সাহিত্য চর্চা
হইবে সদা সহজ সরল।
জ্ঞানীরা যদি অজ্ঞানীসম
করিয়া বেড়ায় আচরণ,
ক্রোধ-ক্লেশ বাড়িয়া যাইবে
হইবে সমাজের পতন।
অল্প বিদ্যা ভয়ঙ্করী
কহিয়াছেন ভাই গুণীজনে,
নিজখামি ঢাকিতে গিয়া
দোষিও না অন্যজনে।
নিজ গুণ কিংবা দোষ ত্রুটি
আগে চিনিয়া লও নিশ্চয়,
নিজের সত্য চিনিয়া পরে
সমালোচকের দাও হে পরিচয়।