ও মাঝি ভাই, তুমি আমায়
যাবে কি নিয়ে ঐ অদূর গাঁয়?
শুনেছি ও গাঁয়ে সুখ বেচে
নাও না আমায়, ও গাঁয়ের কাছে।
সুখ কিনে আমি আসব ফিরে
বিলাবো সুখ সবার ঘরে।
শুনেছি ও গাঁয়ে আলাদিনের
. যাদুর চেরাগ আছে
যাও না গো নিয়ে আমায়,
. রাগছ শুধুই মিছে মিছে;
ঐ চেরাগ আমি আনব সাথে,
. আমার ছোট্ট গাঁয়ে
সুখের হাওয়া বইবে এবার,
. আনবো তোমার নাইয়ে।
মাঝি তুমি আমার নাও গো সাথে
অল্প সুখ তোমায় দেবো গো নিতে!
আমার গাঁয়ে আসব নিয়ে
. সকল সুখের ছোঁয়া,
মাঝি নাও গো সাথে পাড়ে
. ভিড়াও তোমার খেঁয়া।
শুনেছি ও গাঁয়ে আছে সোনার পরশ,
. চল সোনার দেশে যাই
আসব নিয়ে সোনার খনি
. তোমার ছোট্ট নাইয়ায়।
ও মাঝি ভাই তুমি আমায়
. যাবে কি নিয়ে ওই অদূর গাঁয়?