জোনাকিরা দীপ জ্বেলেছে
অন্তিমে তিমির রজনী,
নতুন ক্ষণের আবাহনে
সজ্জিত শ্যামল অবনী।
কলুষ কুটিল পরিহারে
সময় বাজায়েছে বজ্রঘন্টা,
আসিছে সময় শুদ্ধ ধরণীর
আসিছে সেই মাহেন্দ্র ক্ষণটা।
আছে যার কালো উদর বক্ষ
শীঘ্র মুছে ফেলো তার কালি,
শ্যামলের আবাহনে সাড়া দাও
ঠগি অহং সবি গুড়েবালি।
সত্যকে বুকেতে লও টেনে
ঠাঁই দাও তারে আপন প্রাণে,
ধরার বুকে রবে অমর
স্থান হবে রথীমহারথী গুণীজনে।
নিজেরে মেলিয়া বিকশিত কর
কুসুমিত পুষ্প মল্লিকায়,
অমৃতের সঞ্জীবনী কন্ঠে লয়ে
শুদ্ধতার গান গাহ ধরায়।