মুখোশে মুখোশে আজ ছেয়েছে বসুন্ধরা;
অলি-গলি রাজপথ হতে নক্ষত্রের ছায়াপথে,
কালো-সাদা, লাল-গোলাপী যত মুখোশ।
তপ্ত গরমে কিংবা শীতল বায়ুতে, নদ-নদী,
পাহাড়-সমতলে, মিত্রভূমি কিংবা যুদ্ধক্ষেত্রে
সবই গেছে আজ বর্ণাঢ্য মুখোশের দখলে।
মুখোশের উন্মুক্ত ভাগে অনুজীবের অট্টহাসি
আর অন্তরালে ক্ষারিত ক্রন্দসীর নীরব মাতম,
যেন নির্বাক আত্মসমর্পণ আজ নিয়তির উদরে।
দম বন্ধ হয়ে আসে ক্রমশ, তবু বেড়াজালে
পৃথিবীর শিখর আটকালো মুখোশের তলে,
যেন তার চিলতে ফাঁকে হাসে, শিয়রে শমন।