আজ আমি দিবালোকে ঘুঁট ঘুঁটে আঁধারে
হাতড়িয়ে মানুষ খুঁজি!
লোকালয়ের পর লোকালয় কিন্তু কোথাও
একটি মানুষও নেই!
এই প্রকাশ্য দিবালোকে আমার সামনে
শুধুই অন্ধকার!
কতজনের গায়ে ধাক্কা খেয়ে আছড়ে পড়ি
কুটকুটে কালো সড়কে,
অপেক্ষায় থাকি অন্তত একটা মানুষ
এসে বাড়িয়ে দেবে হাত!
আমি যুগান্তর অপলক চেয়ে থাকি
আঁধারের আধার হতে।
কোনো সফেদ হাত এগিয়ে আসে না,
আমি কানা হয়ে খুঁজতে থাকি.....
শুধু একটি মানুষ!