বাবুল সাহেব সৌখিন মানুষ
হাত খরচা বেশি!
মাছটা ছেলের ভীষণ প্রিয়
রুই-কাতলা কিংবা
মলা ঢেলা দেশি_;
ইলিশ মাছের বড় হালিটা কিনতে
গেলেন মাওয়া ঘাট!
দুচারখানা ভরলেন ব্যাগে
কিন্তু__ ভুলেই গেলেন
পকেট গড়েরমাঠ!
তাতে কি বাবুল ভয় পায়?
অসম্ভব!
বজাবেন নিজের ঠাঁট!
এক কলেই আসবে টাকা
ধার দেবেন বড় লাট!
হরেক পদের মাছের সুবাস
আনলেন সাহেব ঘরে!
ব্যাগটাও বুঝি ছিঁড়বে আজ
হরেক মাছের ভরে।
গিন্নি বুঝি খুশি হবে
রাঁধবে মাছ-পেপে!
ধারের কথা শুনেই গিন্নি
গেল ভীষণ ক্ষেপে ।
বাবুল বলে গিন্নি তুমি
ক্ষেপছ কেন মিছে
ঐ দেখ না মাছ পেয়ে_
বাবু কেমন সুন্দর নাচে ।
ছেলের সুখ সবার আগে
বউকে বলে বাবুল,
অগ্নিশর্মা গিন্নি বলে
তুমি হারাবে- এ কুল ও কুল।
কুঁড়ে ঘরে থেকে, ছেলের জন্য
কিনবে লাখের গাড়ি??
ভুলে যেও না বাবুল তুমি
এক সরকারি কর্মচারী।
নুন আনতে যার পান্তা ফুরায়
সেও নাকি মানুষ!
কষ্ট হলেও বাবুল ওড়ায়
রঙ্গিন দিনের ফানুস।