আমি বটগাছ
আমি শতবর্ষী,
আমি প্রবীণ,
আমি আজ বয়সের ভাড়ে ন্যুব্জ,
তবুও আমি আজো শক্ত পায়ে দাঁড়িয়ে
বেঁচে আছি এই পৃথিবীর বুকে
বেঁচে আছি আমি কতশত
ইতিহাসের রাজসাক্ষী হয়ে।
আমি ব্রিটিশদের নিপীড়ন সয়েছি
আমি দেখেছি হানাদারের শোষণ
আমি শুনেছি শহীদের মায়ের করুণ আর্তনাদ
আমি শুঁকেছি ধর্মান্ধতায় লাশদের পোঁড়া গন্ধ,
তবুও আমি আজো শক্ত পায়ে দাঁড়িয়ে
বেঁচে আছি এই পৃথিবীর বুকে।
আমি যে বটগাছ,
আমি যে বটগাছ,
আমি যে বটগাছ।
আমার বুকে আঁচড়ে পড়ে
কতশত ঝড়-তুফান,
কত বজ্র আমাকে মাথা নত
করবার জন্য তড়িৎ আলিঙ্গন করে,
শত আঘাতে আমার বক্ষ বিক্ষত
তবুও আমি আজো শক্ত পায়ে দাঁড়িয়ে
বেঁচে আছি এই পৃথিবীর বুকে।
আমি দাঁড়িয়ে আছি বলেই সহ¯্র পথিক পায়
প্রখর রৌদ্রের দাবদাহে একটুখানি শান্তির পরশ,
আমার ডালে কত পক্ষী যুগল প্রেম নীড় গাঁথে,
আমি আছি বলেই কত নতুন ইতিহাস গড়ে রোজ,
আমাকে ঘিরে জন্ম নেয় কত নতুন ঠিকানা,
কত নতুন গল্প, কত না দেখা হাসি-কান্না,
আমি কি এত সহজেই মাথা নোয়াতে পারি,
আমি যে বটগাছ, আমি যে বটগাছ,
আমি যে কালের রাজসাক্ষী।