রক্তাক্ত রাজপথ, রক্তাক্ত ক্রসিং,
রক্তাক্ত জুতো, রক্তাক্ত ফিতে,
রক্তাক্ত শার্ট, রক্তাক্ত জামা,
রক্তাক্ত আজ স্কুলের ইউনিফর্ম,
সবাই আজ রক্ত পিপাসিত হায়েনা।
রক্তাক্ত উদর, রক্তাক্ত বক্ষ,
রক্তাক্ত খুলি, রক্তাক্ত মগজ,
রক্তাক্ত হাত, রক্তাক্ত পা,
রক্তাক্ত মুখ, রক্তাক্ত মাথা,
রক্তে প্লাবিত নগরীর যত কথকতা।
রক্তাক্ত মায়ের হাসি,
রক্তাক্ত মায়ের কোল,
রক্তাক্ত মায়ের সন্তান,
রক্তাক্ত এক পিতার শ্রম,
রক্তের হোলিতে মেতেছে মৃত্যু যম।
রক্তাক্ত হাজারো পরিবার,
রক্তাক্ত শত রঙিন স্বপ্ন,
রক্তাক্ত যত মানবিকতা,
রক্তাক্ত চোখের জল,
রক্ত নেশায় সব রসাতল।
রক্তাক্ত আজ সোনার দেশ,
রক্তাক্ত আজ ভবিষ্যৎ,
রক্তাক্ত যত রাষ্ট্র যন্ত্র,
রক্তাক্ত আজ বীর জাতি,
রক্তাক্ত আজ সব সব সব।