আমি এক রক্ষিতা বলছি--
শঙ্খচিল শালিকদের আমি
কখনো চোখে দেখিনি;
তবে কত রচনায় যে তাদের
খুঁজে পেয়েছি তার কোন হিসেব রাখিনি;
তারা নাকি লাজুক ভিষণ
কিন্তু সদা ব্যস্ত আর চঞ্চল,
সারাদিন নাকি ঘুরে বেড়ায়
নতুন দেশ, নতুন গ্রাম, নতুন অঞ্চল;
শুনেছি ওরা দল বেঁধে
মুক্ত আকাশে উড়ে উড়ে
ছুটে বেড়াতে বেশ পছন্দ করে;
আমিও যে চাই ওদের মত উড়তে,
আর কতকাল বলতে পারো
রইব বন্ধি এই ছোট্ট ঘরে?
জানো? তারা পছন্দের মানুষের বাড়ির
সবচেয়ে উঁচু শীলকড়ইয়ের ডালে
নাকি খানিক বসে বিশ্রাম করে;
আমারও যে স্বাদ জাগে মনে
একদিন কোন এক পড়ন্ত বিকেলে
যাব আমি আমার মনের মানুষের ঘরে;
কিন্তু সময়ের কি নিষ্ঠুর প্রতিদান-
রাত পোহালেই সেই শঙ্খচিল
শালিকদের কেউই রাখেনা মনে;
তবে কি আমিও হারিয়ে যাব একদিন,
রক্ষিতা হয়েই কি পড়ে থাকব
সারাটি জীবন এই ঘরের কোণে?
বছর ঘুরে হয়ত আবার হবে
শঙ্খচিল শালিকের আনাগোনা,
এখন যা আছে সবি থাকবে তেমনি
শুধু আমিটাই হয়ত থাকবো না।