লাশের ভিড়ে চিত্ত তোমার
কেন হায় হায় করে?
তুমিই তো সে এটম বোমা
মজুদ করলে ঘরে!
পচা লাশের ভিড়ে কি গো
আপন কাউকে পাও?
দেশের মানুষ পর কি তোমার
জানটা তাদের খাও?
আর কত হায় মারবে বলো
ভাইয়ের খুনি ভাই!
একটু ওগো করুণা কর
একটু দয়া চাই।
মরছে মানুষ হাসছ তুমি
পকেট ভরা টাকা!
গাফেলতির খামখেয়ালিতে
ঘুরছে দেশের চাকা।
যে ক্ষমতায় মানুষ মারো
সে তো ক্ষণস্থায়ী।
জেনে রাখো আমার মৃত্যুর
তুমি, একমাত্র দায়ী।