কত যতনে ভালোবেসেছি তোমায়
বুঝলে না কোনোদিন,
তোমায় যাপনে কত বিনিদ্র রজনী
জানলে না কোনোদিন।
এ ভুবনে আমার মতোন কে
তোমায় বলো ভালোবাসবে?
কে তোমায় একটু দেখে,
পাগল পাগল হাসবে?
তোমার চোখের মায়ায় ডুবে
বলো কার দিবস রজনী কাটে?
বলো তোমায় ভেবে ভেবে কার
এক মধ্য দুপুর, রাত হয়ে ওঠে?
রজনী তুমি জানলেই না কত
যতনে তোমায় ভালোবেসেছি,
কখনো বুঝলেই না কত অনুরাগে
তোমায় হৃদয় মাঝে রেখেছি।
তোমার হাসিতে যে মোর ভুবন ভুলে
কী করে বোঝায় বলো?
আমার এই মরুভূমি মন বলো
কী করে উর্বর হলো?
এ যে তোমার ভালোবাসা
ছাড়া আর কিছু নয়,
তাই তো তোমাকে হারাতে
আমার এত লাগে ভয়।
রজনী তুমি জানলেই না কত
যতনে তোমায় ভালোবেসেছি,
রজনী তুমি জানলেই না কত
নিশি যাপনে তোমার হতে চেয়েছি।
রজনী তুমি জানলেই না কত
যতনে তোমায় ভালোবেসেছি,
রজনী তুমি জানলেই না কত
দুঃখ চেপেও তোমার হতে চেয়েছি।