প্রিয়া মোর হিয়া চুরায়ে
লুকিয়েছে কোন কাননে,
তারে বিনে শূন্য অসার
জীবন, এ নিঠুর ভুবনে।
প্রিয়া প্রিয়া ডাকি ফিরি
পাই না কো দেখা,
দেখি আমি হৃদে মম
তারই ছবি আঁকা।
গুনগুন গান গাহি
ভ্রমরী আসি বলে,
প্রিয়া তব ভাবে তোমা
ক্ষণে ক্ষণে পলে পলে।
তবে কেন দূরে রও
কাছে ডেকে বুকে লও,
মোরে করো ঋণী
ভিখিরি চাই তব হৃদখানি।
দাও দাও দাও মোরে
যত পারো প্রেম তব,
প্রিয়ে তুমি রাগ হলে
আমি তারই সুর হবো।