ঈশ্বর কী নিদারুণ শাস্তি দিতে
তোমাকে পাঠালেন- রজনী,
ভালোবাসলে জ্বলতে হয় তা
আমার'চে ভালো কেই বা জানে!
তবুও নিজের মনকে পারলাম না
সিন্ধুকে তালাবন্দি করে রাখতে।
সমুদ্রের বিশালাকার জলরাশিতে
জাহাজ যেমন অসহায় হয়ে ডুবে,
আমি ডুবে যাচ্ছি রোজ তিলে তিলে
তোমার মায়ার সাগরে!
তুমি আমার মর্মে মর্মে
জড়িয়ে গেছ- রজনী!
পালাবার কোনো পথ যে
খোলা নেই!
আমি নিজেকে সমপর্ণ করেছি
তোমার চরণ যুগলে।
আমি লাজ-লজ্জা হারিয়েছি
আমি হারিয়েছি বোধ শক্তিও!
আমার সামনে যে রঙিন পৃথিবী
সবটাই এখন স্থির,
আমার পৃথিবীর নদীতে এখন
আর ঢেউ খেলে না!
সফেদ তুলো তুলো মেঘগুলো
বৃষ্টি হয়ে ঝরে না আর!
শুধু আমার হৃদয়ের ধড়কন
টগবগিয়ে ছুটছে তেজী ঘোড়ার মতো।
আমি এক আকাশ সাক্ষী করে,
আমি এই পৃথিবীর হাজারো মানুষের ভিড়ে
চিৎকার করে বলতে চাই,
ভালোবাসি, ভালোবাসি , ভালোবাসি-
রজনী, আমি তোমাকে ভালোবাসি!
এই ভালোবাসার শাস্তি হিসেবে
ঈশ্বর বুঝি তোমাকে পাঠালেন!