ঢাকের তালে উঠলো বেজে
আগমনী সুর,
বাপের বাড়ি মা এসেছেন
সাথে মহিষাসুর।
গনেশ ঠাকুর মোদক প্লেটে
খাচ্ছে অবিরাম,
কার্তিকটাও ইতিউতি
দেখছে ধরাধাম।
লক্ষ্মী সরস্বতী পাশাপাশি
নামলো ধরায় সাথে,
শঙ্খ ঘন্টা উলুধ্বনি
বাজলো শারদপ্রাতে।
সিংহ প্যাঁচা ইঁদুর ময়ুর
হলো সবার বাহন,
যজ্ঞ মঞ্চে মন্ত্র যোগে
হচ্ছে কাষ্ঠদহন।
দশদিনের এই পূন্যক্ষণে মা
হলেন অতিথি,
দশমীর বিসর্জনে
পূজোর হলো ইতি।