আজো আমি স্বপ্ন দেখি
এই নগরীর আনাচে কানাচে,
শুধু তোমায় পাবো বলে...
আজো আমি অপেক্ষায় থাকি
সেই ধানমন্ডি-লেকের ধারে,
শুধু তোমার কথা শুনবো বলে...
আজো আমি উন্মাদ হই
তোমার কথা ভেবে ভেবে,
শুধু একটি বার
তোমায় দেখবো বলে...
আবার বজ্র কণ্ঠে
জয় বাংলা বলবো বলে...
কিন্তু হায়! একি নিষ্ঠুর পরিণাম!
আমার স্বপ্ন হয়েছে দুঃস্বপ্ন,
আমার অপেক্ষা হয়েছে অন্তিম,
আমার ভাবনারা হারিয়েছে ঠিকানা,
এ জাতি হয়েছে পিতৃহারা!
সেই হায়ানাদের বুক চিরে
রক্ত খাবো বলে- আমি
আজো জাগি সারা রাত,
তোমার বুক চিরে যাওয়া
প্রতিটি বুলেটের হিসেব
বুঝেই আসবে নতুন প্রভাত।
সেদিন আমি হাসবো,
আমি হাসতে হাসতে
কাঁদবো, আমি উন্মাদ হবো...
সেই নমক হারামের
প্রাণের বিনিময়ে নেবো
পিতা হারানোর প্রতিশোধ।