ছোট্ট ভাই অঞ্জন
লেখে বর্ণ ব্যাঞ্জন,
ক, খ, গ, ঘ, ঙ!

রঞ্জন ভাইটি বড়ো
পড়ে বর্ণ স্বর,
অ, আ, ই, ঈ!
আর আছে কী কী?

আরও আছে বইয়ে
এক দুই তিন,
বসে বসে শেখে ওরা
সারারাত-দিন!

এ বি সি ডি
ওয়ান টু থ্রি,
আরও শত লেখা সাথে
ছবি সব ফ্রি!

দুই ভাই মিলে তাই
প্রথম পাঠ শেখে,
কিছু কিছু পড়ে যায়
কিছু ওরা লেখে।