এখন আর আওয়াজ তুলি না কো
যদি পথ ভুলে যাই,
আলো হয়ে যাই--,
আমাকে আমি ছেড়েছি, তুমি তুমিতেই থাকো,
রজবতীর মনের মতোন বড্ড বেশি বাঁকো!

এখন আর ওই আকাশে উড়ি না কো
যদি চোখ খুলে যায়,
ধূসর ছাই হয়ে যাই--,
আমাকে আমি খুন করেছি, সে রক্তই তুমি মাখো,
নয়তো চেটেপুটে নিও, ওহে নরপিশাচ খেকো!

পা দুটো আজ স্লথ করেছি, আর হাঁটি না কো,
যদি সব দেখে হায়,
বলি, মানুষ কেহ নাই,
আমি তাই পঙ্গু হলাম, বিশ্বাস করে ডাকো,
আসবো না ফিরে, চললাম এই আমি, দেখো!