প্রেমের কলসি ডুবল কবে
তোমার মনের গঙ্গাজলে,
মনটা তাই খুঁজে কলস,
প্রেম যমুনার কালো জলে।
ছলাৎছলাৎ ঢেউ খেলে যায়
প্রেম যমুনার জল,
বাঁশি বাজায় কৃষ্ণ সখি
ত্বরায় ফিরে চল,
সখি ত্বরায় ফিরে চল।
কানার বাঁশি পাগল করে
রাধার কোমল মন,
বাঁশির সুরে লাজে মরে
রাধার ডাগর দুনয়ন।
কলসি কাঁকে সখি হাসে
লাজে রাঙা রাধা,
কানার লাগি উতলা
সে চাইতে প্রেম সুধা।
মোহন বাঁশির প্রেমের টানে
ঘরে না রয় মন,
সকাল সাঁঝে স্বপন দেখে
কানু আসবে কখন।
বিরহী রাধার মনে ভাসে
কৃষ্ণের মোহন রুপ,
না আসিলে শ্যাম কালাচাঁদ
দিবে গঙ্গাজলে ডুব।
প্রেমের কলসি ডুবল কবে
তোমার মনের গঙ্গাজলে,
মনটা তাই খুঁজে কলস,
প্রেম যমুনার কালো জলে।