তুমি মোর মর্মে আছো,
আছো সকল গানে,
তুমি আছো রক্তে মিশে
জোয়ার ভাটি টানে।

মোর সকল দিবস যামিনী
তোমায় করেছি নিবেদন
তোমারে হেরিতে ঘুরে মরি
চারিদিক প্রাণপণ।

তুমিহীন মোর শূণ্য ভুবন
ওগো প্রাণেশ্বরী,
তোমার বিরহে সখী আমি
যাই মরি মরি।

তুমি মোর মর্মে আছো,
আছো সকল গানে,
তুমি আছো রক্তে মিশে
জোয়ার ভাটি টানে।

মোর জীবনের ধ্রুব তারা তুমি
মোর প্রাণের প্রণয়ী,
তোমা বিনে মোর হৃদ হয়েছে
তীব্র প্রলয়ী।

ওগো মোর প্রাণেশ্বরী,
ওগো মোর প্রাণেশ্বরী,
দাও হে দেখা মোরে,
ভিড়াও, ভিড়াও, ভিড়াও তরী
মম প্রাণের পরে।

ওগো মোর প্রাণেশ্বরী,
ওগো মোর প্রাণেশ্বরী।।