ক্লান্ত পথিক একটু দাঁড়াও
ক্ষণিক ফিরে চাও,
তোমার যত দুঃখ আছে
আমায় কিছু দাও।
কতটা পথ চলেছো একা
কত দূরেই বা যাবে!
তোমার পথের সঙ্গী করে
আমায় তুমি নেবে?
আর কিছু নয় বলবো কথা
শুনবো তোমার কিছু,
দুঃখ ব্যথা কমলে তোমার
করবো না আর পিছু।
পথিক তুমি ক্লান্ত ভীষণ
ক্ষণিক বসে যাও,
কিছুটা সুখ দিতেও পারি
যদি আমায় সাথে নাও।
ও পথিক, তুমি কোনো
কইছো নাকো কথা,
কথা দিলেম, সাথে নিলে
ঘুচবে দহন ব্যথা।
লোকে বলে আমার নাকি
মায়াবী শক্তি আছে,
সুখের খোঁজ চাইলে পেতে
রাখো আমায় কাছে।
আমার কাছে পাবে তুমি
স্বর্গ সুখের খনি,
শান্তি কোথায় আছে লুকে
সেই খবরও জানি।
পথিক তুমি মান করো না
একটু থেমে যাও,
এই নিয়ে যাও শান্তি মন্ত্র
যদি দুঃখ ভুলতে চাও।
পথিক, পথিক কোরো না হেলা
সময় বয়ে যায়,
সুযোগ গেলে আর ফিরে না
সুখের ঠিকানায়।
বন্ধু ভেবে আমায় পথিক
পথের সাথী করো,
তোমার দুখের কিছুটা ভাগ
আমায় দিতে পারো।
বন্ধু হয়েই ঘোচাবো তোমার
মনের যত দুখ,
তোমার দুঃখ ভোলাতে আমি
দেখো কতটা উন্মুখ!
পথিক তুমি ক্লান্ত বড়ো
আমার কাছে এসো,
তোমার সকল কষ্ট দিয়েও
একটু নাহয় হেসো।