মেঘ বলেছে বৃষ্টি হয়ে ঝরবে,
তাইতো আমি বক্ষ উঁচিয়ে রয়েছি
ভালোবাসায় সিক্ত হব ফোঁটায় ফোঁটায়।
রোদ্দুর বলেছে তপ্ত হবে আজ,
তাই ওগো উদল গায়ে প্রতীক্ষারত
পুড়ে মরব তার লেলিহান ভালোবাসায়।
চান্দ বলেছে আজ পূর্ণিমা হবে,
তাই কী নির্ঘুম চোখে জাগিব রাত,
মধু বাসর সাজাবো তার পুণ্য ছোঁয়ায়?
সাগর বলেছে আজ প্রেম বিলোবে,
তাইতো নদী হয়েছি নন্দিতার বেশে,
অপেক্ষার প্রহর গুনছি তেজী মোহনায়!
পাখিরা বলেছে গান গাইবে সাথে,
তাইতো তানপুরা-তারে দিয়েছি শান,
ভালোবাসার গানে মোহিত হব মূর্ছনায়!
শুধু তুমিই বললে না ভালোবাসি,
তাইতো আজো অপূর্ণ সব কোলাহল,
ডুকরে কাঁদি একা না পাওয়ার বেদনায়।