১) ভ্রমরের বেশে পষ্পরেণু গুঞ্জরিয়া
এসেছিলাম তোমার জীবনে,
বহুকাল হয় না কথা, হয় না দেখা,
আমাদের সম্পর্ক খেয়েছে কি ঘুণে?
২) বাঁধিয়া রাখিতে চাই তাহারে,
সে তো ঘরে থাকিবার নয় !
টগবগিয়ে ঘুরিতেছে ধরায়,
খুঁজিতেছে নিজ্ পরিচয় !
৩) তুমি সুন্দর হে খেলিছ কাহার কাননে
উচ্ছল ভরা যৌবন ছলকায় ও দুনয়নে
সিঁথির সিন্দুরে ফুল ফুটিছে কাহার লাগি
দুহাত তুলিয়া তাহার তরে তোমারেই মাঙ্গি
৪) মগজটা চাইছে তুই বলতে
আর মনটা বলছে তুমি
মগজটা চাইছে বন্ধু হতে
কিন্তু মনটা হবে অন্তর্যামী