হায়! যেদিন আমি নিথর হব,
তখন কি কাউকে পাশে পাবো?
জানি ঝরবে না একবিন্দু অশ্রু কারো,
কার জন্য কী করেছি বলতে কি পারো?
আমি শুধু মাটি হওয়ার নিথর অপেক্ষায় রব,
বিস্মৃত দিনের মত আমিও ভুলে যাওয়া স্মৃতি হব।
তবুও যেতে হবে, তবুও যেতে চাই, সসীম হতে অসীমে
এই ধরা, যত প্রিয় মুখ ছেড়ে, মায়া কান্নার ছলচাতুরী ছেড়ে...



ধরণঃ সিঁড়ি_কাব্য