আজ দেখা হবে, সেই চেনা জায়গায়
তুমি আমি রোজ যেখানে জীবনের মানে খুঁজি!
বলেছিলে আজ দেখা হবে, সেই চেনা জায়গায়
যেখানে তুমি রোজ আমায় শোনাও প্রিয় গান!
আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি আসবে
হয়তো আমি আসার আগেই সাজাবে উঠোন!
আমি বিশ্বাস করেছিলাম বলেই সবকিছু ছেড়ে
শুধু তোমার আজ্ঞা পালনে এসেছিলাম,
আমার পৃথিবীর শত বাধা উপেক্ষা করেই
শুধু তোমার কথা ভেবে এসেছিলাম, সেই চেনা গলিতে!
শুধু আমি নই, আমার মতো এসেছিলো সবাই!
যাঁরা তোমার এক ইশারায় উঠে-বসে, ভালোবাসে!
সবাই এসে শুধু তোমারই অপেক্ষায় প্রহর গুনেছিলো!
চেনা অলিগলিতে সবই ছিল আগের মতোন!
সেই পুরনো কার্পেট, বইয়ের স্তুপ, ধুলোয় মাখা ফাইল,
রঙিন মার্কার, সারি সারি সাজানো পাতাবাহারের টব!
শুধু তুমিই ছিলে না।
আমি অপেক্ষায় রইলাম,
আমরা অপেক্ষায় রইলাম।
অবশেষে বেলা গড়িয়ে সূর্য ঢলেছে মেঘের কোলে!
তুমি এলে না,
আমারও শোনা হলো না তোমার সেই না বলা কথা!
ভেবেছিলাম এই অবেলায় ডেকেছো,
নিশ্চয় জন্মান্তরের জমানো কথা অঞ্জলি দেবে আমার তরে!
তার কিছুই তুমি সত্যি হতে দিলে না!
আমার অপেক্ষা, শ্রম সবই বিফল হলো!
তুমি বোঝালে আমি ছাড়াও তোমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার।
যখন সন্ধ্যা নামলো, ধীর পায়ে আমি এগিয়ে গেলাম আমার পৃথিবীতে!
ঝিঁঝিঁ পোকা ডাকছে,
এখন গভীর রাত, সবাই ঘুমোচ্ছে!
আমি আনমনে ভাবছি-
কতো আইন কতো মাইন
রেখেছো যতন করে বুকে!
যত কাছে যাই, আঁধারে হাতরাই,
ভালোবাসি বলো শুধু মুখে!