এক মাছরাঙা
ঘুরে ঘুরে উড়ে বসে
ঐ কদম গাছের ডালে!
পানি ডোবা বিলের আঁলে
শাদা বকও চলে,
যেন নিরস মাস্টার হেঁটে
চলে বেঞ্চের ফাঁক গলে!
ছোট্ট পোনা, রুই কাতল
গাঁই মারে জলে!
মাছরাঙা দেখে বকটারে বেঁকে
ভাবে বিষন্নতায় দুজনার শত্রু বলে!
আকাশ ফুঁড়ে বাজপাখিটা
নিশানা তাক করে,
নিয়ে যায় খাসা মাছখানা
চোখের পলকে ধরে।
অবাক বিষ্ময়ে তাকিয়ে রয়
মাছরাঙা-বক,
মনে মনে বলে-
কাকে ভেবেছিলাম শত্তুর
আর কে নিয়ে যায় মাছ ফুৎ করে।