ও চাঁদ, তুমি আর এসো না আমার ভুবনে...
আমার আকাশে গ্রহণ লেগেছে,
ও চাঁদ, কোনো স্বপ্ন বুনো না তার বিহনে,
প্রিয়ার বুকে বিরহের চর জেগেছে।
প্রিয়া মোর কৃষ্ণ কালো
বলেছিল বাসবে ভালো,
জ্যোৎস্না রাতের পূর্ণিমাতে
মিলবো দুজন দুজনাতে...
ও চাঁদ, তুমি আর হাসি এঁকো না আকাশের গায়,
প্রিয়ার হাসিতে নজর লেগেছে।
ও চাঁদ, তুমি আর এসো না আমার ভুবনে...
আমার আকাশে গ্রহণ লেগেছে।
জোনাকি গান বেঁধেছে
বিরহ মধুর সুরে,
প্রিয়ার তরে জ্যোৎস্না এলো
রাতের আকাশ ভরে।
ও চাঁদ, তুমি আর একলা কেঁদোনা নিরালায়
আমারও কলঙ্কের দাগ লেগেছে।
ও চাঁদ, তুমি আর এসো না আমার ভুবনে...
প্রিয়ার বুকে বিরহের চর জেগেছে।
প্রিয়া আবার বাসবে ভালো
জোছনাও ছড়াবে আলো।
প্রিয়া এসে বাঁধবে যে ঘর,
বুঝবে ভুলে করেছে পর।
ও চাঁদ, সেদিন তুমি পূর্ণিমা এনো বারান্দায়,
আমার প্রিয়া বাসর সাজাবে,
ও চাঁদ, তুমি সেদিন এসো আমার ভুবনে...
প্রিয়া নতুন প্রেমের চর জাগাবে,
ও চাঁদ, তুমি সেদিন এসো আমার ভুবনে...
আমার আকাশের গ্রহণ ছাড়াবে।