আজ ভাবনাগুলো ভীষণ রকমের বিক্ষিপ্ত,
তোমার সাথে কথা না বললে জানতেই পারতাম না-
কারোর সাথে ঠিক ততটুকুই আন্তরিক হতে হয়
যতটুকুতে সে আপনাকে সস্তা না ভাবে।
কারোর মুখে হাসি আনার চেষ্টা ঠিক ততটুকুই করতে হয়
যতটুকুতে সে আপনাকে ভাঁড় না ভাবে।
কারোর ইচ্ছে গুলোকে ঠিক ততটুকুই প্রাধান্য দিতে হয়
যতটুকুতে সে আপনার মাথায় চড়ে না বসে।
কারোর খুশির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নেই!
কারোর খেয়ালের পুতুল হতে নেই!
কারণ জীবনে আর যাইহোক মানুষ অন্তত
সস্তা আর উন্মাদ ভাঁড়কে বন্ধু ভাবতে পারে না;
হয়তো সাময়িক আনন্দের উপকরণ হতে পারে মাত্র।
মাঝে মাঝে রুদ্ধদ্বারের এক পেয়ালা চায়ের চেয়ে
মুক্তাঙ্গনের বাতাসে পেট ভরাতে হয়!
এতে মন সতেজ থাকে, পাখিরা শান্তি পায় উড়ে!
আজ তাই আবার নিজেকে মুক্তি দিলাম,
এই নিয়ে তো আর কম হলো না,
নিজেকে মুক্ত করতে করতে হয়তো একদিন অসীমে হারাবো।
সেদিন তুমি বুঝবে-
শুধু তোমার মুখের হাসি ছিলো আমার একমাত্র চাওয়া,
শুধু তোমার ভরসা অর্জনে নিজেকে সস্তা করেছিলাম, ভাঁড় সেজেছিলাম।
অথচ জানো, আমার মধ্যে বাস করে এক আস্ত প্রেমিক সত্তা,
যার কুল জুড়ে থৈ থৈ করে প্রেম।
আর এটাই সত্যি আমি এক আদর্শ প্রেমিক বটে,
এর সাথে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে বলতে পারি-
প্রেমের আরেক নাম মৃত্যু!
আমি কারোরই ভালোবাসার মানুষ নই, হে দুনিয়া তুমি তা লিখে রাখো!
আজকের ভাবনাগুলো বিক্ষিপ্ত হলেও নিদারুণ সত্য।