নক্ষত্রের পতনে আজি বিমর্ষ রজনী,
ধরায় নামিল অচেনা তিমির যামিনী,
শশী আজি কান্না বুকে চেপে রয়
ধীরে ধীরে কেন সে সঙ্গীহারা হয়?
ভাল থেকো প্রিয় নক্ষত্ররা, মুক্ত গগন পরে
ধরা হতে চাইবো তোমাদের দুনয়ন ভরে,
যা কিছু জীবনে মোদের তরে করেছ দান
আমরা যেন দিতে পারি তাঁর যোগ্য সম্মান।
যেখানেই থাকো, ভাল থেকো…
ইরফান খান এবং ঋষি কাপুরের মৃত্যুতে...