শরতের কোন এক শুভ্র সকাল,
নিজের আনমনে হয়ত তোমার
খোঁজে, নিজেকে হারিয়েছি আমি।
তাইতো বেদুইনের মত ছুটছি অনন্তকাল!
কালের উল্টোস্রোতে চলতে গিয়ে,
আমার কত শ্রম, কত নির্ঘুম রাত কেটেছে,
তার কি কোন খবর রেখেছ তুমি?
মায়াবী ছলনাময়ী হয়ে অধরাই রয়ে গেলে,
আত্মবিশ্বাসী এই আমাকে করোনি বিশ্বাস,
নিমেষেই ধূলোয় উড়ালে আমার নির্যাস।
জীবন এখন তাই এক বেরঙা ধূলিময় মুরুভূমি
বেদুইন হয়েও বুঝতে পারিনি মরীচিকা ছিলে তুমি।
যে পিপাসায় ঘুরতে ঘুরতে অবশেষে পেলাম দেখা
পন্ডশ্রমে সর্বশান্ত করে দিলে তুমি হয়ে মরীচিকা।
এখন শীতের কোন এক নিস্তেজ বিকেল
তোমার খোঁজে হন্য হয়ে অবশেষে
ক্লান্ত, শ্রান্ত, নিস্তেজ হয়ে রইলাম,
আমাকে ধীরে ধীরে প্রাণবায়ু বলল এসে
আমায়-সময় তো শেষ আমি চললাম।