মেঘের ভারি মান হয়েছে
ঝরছে অবিরাম,
গর্জে গর্জে বর্ষে বাদল
দ্রিম দ্রিম ধরাম।
খোকন সোনা চুপটি করে
দেখছে বৃষ্টি ঝরা,
টুপুর টাপুর শব্দ করে
শান্ত হলো ধরা।
বৃষ্টি জলে বিলে-ঝিলে
ব্যাঙটি ডাকে ঐ,
দেখ দেখ দীঘির পাড়ে
কানে নাচে কৈ!
এবার মেঘের মান ভেঙেছে
হাসছে দেখ রবি,
খোকন সোনা ভাবছে বসে
হবে মহাকবি।