যেদিন আমি চলে যাব মহাশূন্যের পথে
আমার নামটি লিখে রেখো প্রিয়,
আমাদের স্মৃতিগুলো মলাট বন্দী করো
বইয়ের পাতায় আমায় জীবন দিও।
যেদিন আমি শুয়ে রবো সফেদ জমিনে
আমায় একবার আলিঙ্গন কোরো প্রিয়,
অতি সঙ্গোপনে কিছু কথা হবে
চোখের জল সাক্ষী হবে জেনে নিও।
যেদিন আমি শুধুই অতীত হবো ভুবনে
নিথর বুকে একটিবার মাথা রেখো প্রিয়,
হয়তো আমার অচল হাত জড়াবে না আর
তবুও তব পরশ খানি হৃদয়ে মেখে দিও।
যেদিন আমি স্থির হতে হতে অসীম হয়ে যাবো,
আমার বোবা শব্দ শুনতে কান পেতো প্রিয়,
আমি চিৎকার করে বলবো, তুমি আমার,
তুমি আমার, তুমি আমার, তুমি বুঝে নিও।
যেদিন সবার অগোচরে মহাকালের যাত্রা করবো,
তুমি আমায় হাসি মুখে বিদায় দিও, প্রিয়।