ঈপ্সা জাগিছে তোমার লাগি
প্রভুতে তাই তোমারে মাঙ্গি
তব রুপ ঈক্ষণের পিয়াসে
মম হৃদি আজি সহর্ষে হাসে।
অনভিভূত হে তব তৃষ্যতে
মোরে হেরি বারেবার তোমাতে,
মম অন্তরে কিরণ উচ্চাটনে
তৃষায় তব রুপ সুধা পানে।
হে মায়াহরিণী, হে হৃদচারিণী
দাও হে মোরে তব আলিঙ্গন,
মোরে তুমি পূর্ণ কর হে নারী
তোমারি দ্বারে তব মাধুকরী।