যদি শেকল পরি পায়ে!
তবুও কি গো গন্ধ র'বে
আমার প্রীতুল গায়ে?
যদি আর কথা না কই,
তবে কি আর পুড়বে না গো
আমার কিতাব-বই?
যদি আর রঙ না মাখি অঙ্গে,
তবে কি তুমি বিভেদ ভুলে
পায়ে পা মেলাবে সঙ্গে?
আজকে যারা ভাঙছো আমায়
মারছো তিলে তিলে,
কাল তো আমার বন্ধু হয়েই
সুর তুলেছো মিলে!
তবে কি তার সবই মেকি,
শুধুই অভিনয়?
আজকে কেন তোমায় দেখে
বড্ড লাগে ভয়!
এদেশ তোমার,
নয় কি আমার!
বলতে তুমি পারো?
তবে কেন জাতের কথায়--
বলো আমায়,
দেশটা এখন ছাড়ো!
এই দেশের মাটি আমার,
দেশটা আমার মা,
জেনে রাখো, মরে যাবো
তবু মা'কে ছাড়বো না।