আরেকবার ফিরে তাকাই মাটির দিকে,
দেখবো কীভাবে ঝরে যাওয়া রক্ত কণা কালচে হয়ে বিলীন হয় কৃষ্ণগহ্বরে,
দেখবো কীভাবে ফসিল গলে উঁকি দেয় ক্ষীণকায় শস্য কণা,
দেখবো কয়লার হাজার বছরের অন্তরালে থেকে হীরে হওয়ার গোপন রহস্য!
আরও একবার ফিরে তাকাই মাটির দিকে,
দেখবো সেসব মানুষ যারা কালের স্রোতে ভেসে গিয়ে মাটি হয়েছে,
দেখবো ইতিহাসের পাতাদের সৃষ্টির রহস্য-রোমাঞ্চ, বিষ্ময়ে-
দেখবো এক নদীর নীরব বয়ে চলা তলের অতলে!
এসো আমার সাথে দেখি মাটির দিকে,
দেখবো এক মাকে, কীভাবে সর্বংসহা হতে হয়!
যার বুক চিরে খাই রোজ!