রাই, তোমার প্রেমে পড়ে বুঝতে পারছি ভালোবাসা কত কঠিন।
বুঝতে পারছি তোমাকে ভালোবাসি বলাটা যতটা সহজ
ভালোবাসাটা তত সহজ নয়।
তোমাকে ভালোবাসতে হলে অবিশ্রান্ত শ্রম লাগবে।
এই যে আমার উন্মত্ততা দেখছো,
পাগলের প্রলাপ শুনছো,
তার কোনো কিছুই তোমার ভালোবাসার যোগ্য নয়।
তোমার আমার মাঝে যা আছে তা শুধুই প্রেম।
ভালোবাসায় কোনো দেনা-পাওনার হিসাব থাকে না।
কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও জরুরী হয়ে ওঠে না।
অথচ আমি দুর্নিবার তোমাকে কাছে পেতে চাই।
তোমার শরীরের ঘ্রাণে আমি মাতাল হই।
তোমার স্পর্শ আমাকে উন্মাদ বানায়।
এ তো কেবল প্রেমেরই লক্ষণ,
এতে ছিটে ফোঁটাও ভালোবাসা নেই।
প্রেম সাময়িক, ভালোবাসা দীর্ঘস্থায়ী।
সেদিন বলেছিলাম-
আমাকে ভালোবাসো কি না তার পরীক্ষা দিতে হবে।
মাত্র সাত দিনের বিরতি চেয়েছিলাম
অথচ তুমি সাত সেকেন্ডের বিরতি বরদাস্ত করো না।
এটাও প্রেম, ভালোবাসা নয়!
প্রেমে বিরতি থাকে না, বিরতি প্রেমকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
পক্ষান্তরে বিরতি ভালোবাসাকে একচুলও কমাতে পারে না
বরং বাড়িয়ে দেয় হাজার গুণ!
দূর থেকে ভালোবাসা যায় কিন্তু প্রেম করা যায় না।
তাই তোমার আমার মাঝে যা, তার সবই প্রেম, ভালোবাসা নয়।
মানুষ ভালোবাসার আশায় জীবন পাড়ি দিলেও প্রেম ছাড়া অধিকাংশে কপালে কিছুই জুটে না।
আমি না হয় তেমনই এক সাগর পাড়ি দিলাম
তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে।
যদি কখনো ভালোবাসতে পারো তখন না হয়
পাল তোলা নৌকায় চড়িয়ে তোমার তীরে স্থান দিও।
এখনো কি বলবে আমায় ভালোবাসো?
তোমায় ভালোবাসার প্রতীক্ষায়,
তোমার ভালোবাসা পাবার প্রতীক্ষায়...