আমি তোমার জন্য এক সমুদ্র
প্রেমের কবিতা হব,
প্রতি রাতে তোমার ভালোবাসায়
একটু আধটু সিক্ত হব।
তোমার ঠোঁটের উষ্ণ কম্পনে হবে
আমার প্রাণের জাগরণ,
তোমার কণ্ঠের মুগ্ধতায় গড়ে উঠবে
আমার নতুন আভরণ।
তোমার মধুর ধ্বনিতে শিহরিত হবে
আমার ভরা যৌবন,
ক্ষণে ক্ষণে নিঃসৃত হবে আবেগ ঘন
প্রেমের নিবেদন।
তোমার শ্বাসের প্রতিটি স্পন্দনে সৃষ্টি
হবে নতুন প্রেমের ভ্রূণ,
তোমার মধুর ঝঙ্কারে শিখরিণী হবে
সেই মিষ্টি প্রেমের দ্রুম।
শুধু তোমারই জন্য আমি হব এক
সমুদ্র প্রেমের কবিতা।
তোমার সংস্তুত উচ্চারণে ফুটবে
ভালোবাসার কথকতা।
শুধু আমাদের প্রেমকথা বাণী হয়ে
ঝরে পড়বে, আমার সেই এক
সমুদ্র হওয়া প্রেমের কবিতায়।
হৃদয়গ্রাহী আবাল প্রেমিক যুগল সিক্ত
হবে তোমার কণ্ঠে, প্রেম হারাবে
সমুদ্র হতে মহাসমুদ্রে।