তোরা যারা ধর্ম করিস,
কিসের তোদের ধর্ম?
শুধুই অহং-বড়াই করিস
বুঝিস কি জনম মর্ম?
হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিষ্টান
সবই যে তাঁর সৃষ্টি,
পোড়াচ্ছিস তোরা পূণ্যস্থান
তা এড়াই না তাঁর দৃষ্টি।
তোরা কবে বুঝবি আর
আল্লাহ-ভগবানের শক্তি?
ভুলই তো সব করিস বারবার
আনবি কবে মনে ভক্তি?
তোরা হিন্দু, তোরা মুসলিম
আহা তোদের জাতের কি বড়াই,
শেষ বিচারের দিনে কেউ কি
পারবি দাঁড়াতে নিজের পায়?
ক্ষমতার লড়াইয়ে বসেছিস তোরা
রাজ্যের দরবার মসনদে,
তাঁরেই তো আবার স্মরিস তোরা
পড়লে বড়ই বিপদে।
তোরা সময় থাকতে মানুষ হ,
তোরা সময় থাকতে মানুষ হ।