আজি এ ঊষসিপ্রাতে
উচ্ছলিত রবির কিরণ,
শঙ্খা অসুর বিনাশি
আলোকিত মোদের ভুবন।

শান্তির কর-এ রাঙা
এ ধরার যত ধার,
আলোকিত সৃষ্টির সবি
শুদ্ধতার আবরণে সংসার।

আছে যত মোহ ক্লেশ
আছে যত হীন কালো,
ঘুচে যাবে সব তার
এসেছে রবির আলো।

হিংস্র মায়াজাল ছিন্ন প্রাতে
সমুখে মুুক্তির অমিয়ধারা,
সুস্থ মননে গাইছে গান
ধরায় সুখের ফল্গুধারা।

অবনীপরে আছে যে জন
সে মোর আপন, সে মোর ভাই,
তার সুখেতে হাসি আমি,
দুখেতে ডুবি সম-বেদনায়।

মানবের সুখ ঊর্দ্ধে রেখে
গাহে সবে সাম্যের গান,
যাদের ত্যাগে সুন্দর এ ধরা
স্মরি তাদের যত অবদান।

জাত-পাত ভেদিতে
           প্রভাতেই এসেছে রবির কিরণ,
লোভ ক্ষোভ শোক পিছে ফেলে
সকলে মিলে রাঙায় আপন ভুবন।

এই প্রভাতে রবির করে এসো
সকলে মিলে করি পূণ্য স্নান,
সকলের তরে রব সকলে মোরা
তবেই ধরিত্রী হবে এক স্বর্গস্থান।