বলতে পারো? মিথ্যেরা যদি সত্যি হত
তবে, পৃথিবীটা এত সুন্দর হত?
পাখিরা যদি জন্মাত মানুষ হয়ে
তবে, এত মিষ্টি গান কি গাইত?
সূর্যটা যদি চাঁদের মত কোমল হত
তবে, পৃথিবীটা এত ঝলমলে হত?
মাটির বদলে মেঘেরা যদি জমিনে নামত
তাহলে গাছেরা কি এত সুশোভিত হত?
যদি তরুলতায় ফুল না ধরে পাথর ধরত
তাহলে পাথরেরা কি এত সৌরভ ছড়াত?
যদি তাই হত, হয়ত -
পৃথিবীটা ভরে যেত উটকো পঁচা গন্ধে,
পাখিরাও স্বার্থান্বেষী হত, গাইত না ছন্দে,
চারিদিক ডুবে যেত আঁধার কালোয়,
ফুলেরাও হারিয়ে যেত মেঘের ধূলোয়।
তবে, এই প্রশ্নরা কি শুধুই মনগড়া
নাকি এর উত্তরে লুকিয়ে আছে
প্রকৃতির চরম বাস্তবতা?
হে পাঠক, যদি পাও কোনদিন
এর উত্তর, চিঠি দিও মোরে,
লিখো তাতে সৃষ্টির যত সত্যতা।