নিতে চাও যদি দেব তোমায়
নীল সাদা তারাদের আলো,
আমার স্মৃতির বিচরণে ওগো
তাদের লাগবে যে ভালো।
আরো দিতে চাই ওগো
একমুঠো কৃষ্ণচূড়ার ফুল,
যদি তোমার ইচ্ছে হয়
তাতেই গড়ে দিও কানের দুল।
আমার কাছে আরো আছে
পদ্ম পাতার কিঞ্চিৎ স্বচ্ছ জল,
তাতে যদি দেখ তুমি
দেখবে মোদের স্মৃতির কোলাহল।
আমার হাতের তোমার দেয়া
ধবল শাঁখের চুড়ি,
নিতে পার যদি জানতে চাও
কবে করেছিলে মন চুরি।
আমার মনটাই তো ছিল
দেবার মত একদম শুদ্ধ-খাঁটি,
তোমার জন্যই এক পলকে হতে
পারি তোমার পালিত নটি।
তোমার সুখের তরে লুটাতে
রাজি আমার লজ্জা সম্ভ্রম,
তবু তুমি বলো আমায়
তোমায় দিয়েছি অনেক কম।